আইন সংশোধন করে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ ধ করতে হবে

চলমান কোভিড-১৯ মহামারীকে শতভাগ কাজে লাগাতে সক ্ষম হয়েছে তামাক কোম্পানিগুলো। মূলত সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) র অজুহাতে তারা নীতিনির্ধারক ও প্রশাসনের সঙ্গে মিশে নানাবিধ ব্যবসায়িক সুবিধা আদায় করতে সক্ ষম হয়েছে। গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশে আর ্টিক্যাল ৫.৩ বাস্তবায়নের কিছুটা অগ্রগতি তা সন্তোষজনক নয়। ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচকে’ বাংলাদেশের প্রাপ্ত স্কোর ৬৮ অর্থাৎ বাংলাদেশ এখনও তামাক কোম্পানির শক্তিশালী হস্তক্ষেপ ঝুঁকির মধ্যে রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় প্রকাশিত ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক সূচক: এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়ন প্রতিবেদন, বাংলাদেশ ২০২০’ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগ তির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত এক অনলাইন আলোচনা অনুষ ্ঠানে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

Busco tres cosas en un proyecto: 1) trabajo convincente; 2) cliente divertido; 3) honorarios astronómicos. Sin embargo, para tener un proyecto exitoso, realmente sólo necesito dos de tres. Por ejemplo, haré un gran trabajo con gente divertida a cambio de nada y aun así me sentiré recompensado. O haré un gran trabajo para un cliente estúpido y mezquino por una cantidad escandalosa de dinero. O haré un trabajo aburrido con alguien que me gusta mucho por más dinero del que uno pueda imaginar. Cada vez que me enfrento solo a uno de los tres, es hora de repensar la relación. En realidad, es hora de seguir adelante.

Lowell Williams