আইন সংশোধন করে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ করতে হবে

চলমান কোভিড-১৯ মহামারীকে শতভাগ কাজে লাগাতে সক ্ষম হয়েছে তামাক কোম্পানিগুলো। মূলত সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর কর্মসূচি) র অজুহাতে তারা নীতিনির্ধারক ও প্রশাসনের সঙ্গে মিশে নানাবিধ ব্যবসায়িক সুবিধা আদায় করতে সক্ ষম হয়েছে। গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশে আর বাস্তবায়নের কিছুটা অগ্রগতি হলেও তা সন্তোষজনক নয়। «তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচকে’ বাংলাদেশের প্রাপ্ত স্কোর ৬৮ অর্থাৎ বাংলাদেশ এখনও তামাক কোম্পানির শক্তিশালী হস্তক্ষেপ ঝুঁকির মধ্যে মধ্যে রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় প্রকাশিত ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক: এফসিটিসি আর্টিক্যাল ৫. গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রা তির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত এক অনলাইন আলোচনা অনুষ ্ঠানে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

Il est plus facile de parler que d'écouter. Faites attention à vos clients, vos utilisateurs, vos lecteurs et vos amis. Votre conception s’améliorera à mesure que vous écouterez les autres.

Ellen Lupton