মহামারীর মধ্যে সুবিধা নিয়েছে তামাক কোম্পানি গুলো

করোনা মহামারীকে শতভাগ কাজে লাগাতে সক্ষম হয়ে ছে তামাক কোম্পানিগুলো। মূলত সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) র অজুহাতে তারা এই ব্যবসায়িক সুবিধা আদায় করতে সক্ষম হয়েছে। গতকাল ঢাকায় প্রকাশিত 'তামাক কোম্পানির হস্তক্ ষেপ সূচক : এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়ন প ্রতিবেদন, বাংলাদেশ ২০২০’ গবেষণা প্রতিবেদনে এসি তথ্য উঠে এসেছে। অনলাইনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান ্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা আয়ো) জিত এক ওয়েবিনারে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ ক রা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।।।।।।।।।।।।।।।।।।।। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সাবে ক অতিরিক্ত সচিব এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ লের প্রাক্তন সমন্বয়ক মুহাম্মদ রূহুল কুদ্দুস । গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী, বাংলাদেশে আর্ট িক্যাল ৫.৩ বাস্তবায়নের কিছুটা অগ্রগতি হলেও তা সন্তোষজনক নয়। তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচকে বাংলাদেশের প ্রাপ্ত স্কোর ৬৮ অর্থাৎ বাংলাদেশ এখনো তামাক কোম ্পানির শক্তিশালী হস্তক্ষেপ ঝুঁকির মধ্যে রয়ে ছে।

Hace cinco años, los héroes eran los tecnólogos. Hoy, los héroes son diseñadores que crean una experiencia de usuario. Puedes tener la tecnología más asombrosa del mundo, pero si no la pones en una forma que sea útil y deseable, no tendrás éxito.

Robert Brunner