নিত্যপণ্য থেকে তামাক বাদ দিতে বেসরকারি সদস্য বিল

তামাকপণ্য কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় থাকতে পারে না। এটি সংবিধানে বাঁচার অধিকার সংক্রান্ত মৌলিক অধিকারপরিপন্থী। তামাকপণ্যকে এই তালিকা থেকে বাদ দিতে জাতীয় সংসদে বেসরকারি সদস্য বিল জমা দেয়া হয়েছে। শনিবার 'তামাক কোম্পানির হস্তক্ষেপ, এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়ন সংক্রান্ত গবেষণা প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

La preocupación es esencialmente un mal uso de la imaginación.

Alex Osborn