নিত্যপণ্য থেকে তামাক বাদ দিতে বেসরকারি সদস্য বিল

তামাকপণ্য কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্ যের তালিকায় থাকতে পারে না। এটি সংবিধানে বাঁচার অধিকার সংক্রান্ত মৌলিক অ ধিকারপরিপন্থী। তামাকপণ্যকে এই তালিকা থেকে বাদ দিতে জাতীয় সং সদে বেসরকারি সদস্য বিল জমা দেয়া হয়েছে। শনিবার ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ, এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়ন সংক্রান্ত গবেষণা প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের চৌধুরী।।।।। পরিবেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।।।।

Somos lo que hacemos repetidamente. La excelencia, por tanto, no es un acto, sino un hábito.

Aristóteles