আইন সংশোধন করে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলমান কোভিড-১৯ মহামারীকে শতভাগ কাজে লাগাতে সক ্ষম হয়েছে তামাক কোম্পানিগুলো। মূলত সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর কর্মসূচী) র অজুহাতে তারা নীতিনির্ধারক ও প্রশাসনের সঙ্গে মিশে নানাবিধ ব্যবসায়িক সুবিধা আদায় করতে সক্ ষম হয়েছে। গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশে আর বাস্তবায়নের কিছুটা অগ্রগতি হলেও তা সন্তোষজনক নয়। «তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক’ এ বাংলাদেশের প্রাপ্ত স্কোর ৬৮ অর্থাৎ বাংলাদেশ এখনও তামাক কোম্পানির শক্তিশালী হস্তক্ষেপ ঝুঁকির মধ্যে মধ্যে রয়েছে।

D'où je viens, il est habituel d'avoir du visuel.

GZA