আইন সংশোধন করে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলমান কোভিড-১৯ মহামারীকে শতভাগ কাজে লাগাতে সক ্ষম হয়েছে তামাক কোম্পানিগুলো। মূলত সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর কর্মসূচী) র অজুহাতে তারা নীতিনির্ধারক ও প্রশাসনের সঙ্গে মিশে নানাবিধ ব্যবসায়িক সুবিধা আদায় করতে সক্ ষম হয়েছে। গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশে আর বাস্তবায়নের কিছুটা অগ্রগতি হলেও তা সন্তোষজনক নয়। «তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক’ এ বাংলাদেশের প্রাপ্ত স্কোর ৬৮ অর্থাৎ বাংলাদেশ এখনও তামাক কোম্পানির শক্তিশালী হস্তক্ষেপ ঝুঁকির মধ্যে মধ্যে রয়েছে।

Ce n'est pas parce que votre annonce est belle qu'elle sera examinée. Combien de personnes connaissez-vous qui sont impeccablement soignées… mais ennuyeuses ?

Bill Bernbach